নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
১৭ এপ্রিল, ২০১৬ ১৯:০৭:১৪

রাজশাহী: সাংবাদিকদের বেতন কাঠামোর জন্য গঠিত নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) সভাপতি শাবান মাহমুদ। এই আন্দোলনে সব সাংবাদিককে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রবিবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে প্রীতি সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য জাবীদ অপু, মো. আনিসুজ্জামান ও সাবেক সদস্য কাজী গিয়াস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শাখা সংগঠনগুলো সারাদেশে ছড়িয়ে আছে। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য না থাকার ফলে সাংবাদিক ইউনিয়নগুলো অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারছে না। এজন্য সব সাংবাদিক ইউনিয়নকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
নেতারা সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
পরে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ এক প্রীতিভোজে মিলিত হন। অনুষ্ঠানে বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের নেতারা একাত্মতা প্রকাশ করেন।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/ইএস/জেবি)