logo ২১ এপ্রিল ২০২৫
আনন্দ আলো সম্মাননা পেলেন ১২ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ এপ্রিল, ২০১৬ ১৭:৩৭:১১
image



ঢাকা: এক যুগে পদার্পণ উপলক্ষে বিনোদন পাক্ষিক আনন্দ আলো দেশের ১২ জন বর্তমান ও সাবেক সম্পাদককে সম্মাননা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই সম্মাননা দেয়া হয়।






সম্মাননা পেয়েছেন সৈয়দ শামসুল হক, গোলাম সারওয়ার, মতিউর রহমান চৌধুরী, আরেফিন বাদল, শাহজাহান চৌধুরী, চিন্ময় মুৎসুদ্দি, সুবর্ণা মুস্তাফা, আব্দুর রহমান, অরুণ চৌধুরী, মাজহারুল ইসলাম, কানিজ আলমাস ও শহিদুল হক খান।






অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন আনন্দ আলো ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের কর্তাব্যক্তিরা।






অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। এছাড়াও ছিলেন শিল্পী অনিমা রায় ও তার দল এবং আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতার সেরা সাত শিল্পী।






(ঢাকাটাইমস/১৫এপ্রিল/জেবি)