সাংবাদিকদের বৈশাখী ভাতা দিতে ডিইউজের চিঠি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৬ ১৬:৩৭:২৪
ঢাকা: পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উৎসব ভাতা দিতে সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদের চিঠি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। চিঠিতে প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকসহ সবস্তরের কর্মীদের ভাতা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাঙালির প্রাণের সার্বজনীন উৎসব নববর্ষকে আরও আনন্দময় করে তুলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার বৈশাখী ভাতা (বাংলা নববর্ষ ভাতা) চালু করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক মূল বেতনের শতকরা ২০ ভাগ হিসেবে বৈশাখী ভাতা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সব বেসরকারি প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যমে একই হারে বৈশাখী ভাতা চালুর আহ্বান জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন। তার সে অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশের কোনো কোনো সংবাদ মাধ্যম বৈশাখী ভাতা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।
(ঢাকাটাইমস/০৯এপ্রিল/জেবি)