logo ০৩ মে ২০২৫
ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিনের জামিন
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ এপ্রিল, ২০১৬ ১৭:৪০:৫৫
image




ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন এক লাখ টাকা মুচলেকায় জামিন পেয়েছেন ।



রবিবার তিনি সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক কে এম সামছুল আলম এই জামিন মঞ্জুর করেন।



রাজধানীর ওয়ারী থানায় ওই মামলায় গত ২০ মার্চ একই ট্রাইব্যুনাল বাহাউদ্দিনসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।



পরোয়ানা জারি হওয়া অপর দুজন হলেন- দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি এবং বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন।



২০১৪ সালের ১৮ আগস্ট দৈনিক ইনকিলাবে ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে একটি  প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছেন বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনটি মিথ্য ও বানোয়াট উল্লেখ করে প্রলয় কুমার জোয়ার্দার রাজধানীর ওয়ারী থানায় তথ্য প্রযুক্তি আইনে এই মামলা করেন। মামলাটি তদন্তের পর সম্প্রতি আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।



(ঢাকাটাইমস/৩এপ্রিল/আরজে/জেডএ)