ভোলায় পুলিশের গুলিতে আহত এনটিভির সাংবাদিক
ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ মার্চ, ২০১৬ ১৯:০০:৩১
ভোলা: সদর উপজেলার রাজাপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেন।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাংবাদিক আফজাল হোসেনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোট চলার সময় দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। তারা ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে।
ওসি বলেন, ঘটনাস্থলেই ছিলেন সাংবাদিক আফজাল হোসেন। এ সময় পুলিশের শটগানের গুলি কোনোভাবে তার পায়ে লাগে।
(ঢাকাটাইমস/৩১মার্চ/মোআ)