logo ১২ মে ২০২৫
৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আল জাজিরার
ঢাকাটাইমস ডেস্ক
২৮ মার্চ, ২০১৬ ১১:৪৪:৪৬
image



ঢাকা: কাতারভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম সংস্থা আল জাজিরা ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যুরো ও শাখা অফিস থেকে এই কর্মী ছাঁটাই করা হবে। তবে বেশির কর্মী কাতারেই ছাঁটাই করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।






আল জাজিরার ভারপ্রাপ্ত পরিচালক মোস্তেফা সুয়াগ জানান, এটা কঠিন সিদ্ধান্ত হলেও প্রতিষ্ঠান এই পদক্ষেপকে সঠিক বলে বিবেচনা করছে।






১৯৯৬ সালে কাতার সরকারের অর্থায়নে আল জাজিরা প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির ৭০টিরও বেশি ব্যুরো বা অফিস রয়েছে।






আল জাজিরা আমেরিকা চলতি বছরের শুরুর দিকে ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের বাজার ধরতে প্রচুর ব্যয় করেও সাফল্যের দেখা না পাওয়ায় তারা তাদের কেবল নিউজ চ্যানেলটি বন্ধ করে দেবে।






(ঢাকাটাইমস/২৮মার্চ/জেবি)