logo ২২ এপ্রিল ২০২৫
বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রাহাত খান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মার্চ, ২০১৬ ০০:৪১:২২
image



ঢাকা: সাংবাদিক রাহাত খানকে চেয়ারম্যান করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এ ছাড়া পরিচালনা বোর্ডের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।






বুধবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।






এতে বলা হয়, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা অধ্যাদেশ-১৯৭২-এর ৯(২) মোতাবেক বাসস পরিচালনা বোর্ডের বর্তমান সদস্য দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খানকে বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। তাঁর স্থলে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমকে পরিচালক পদে নিয়োগ দেয়া হলো।






এ ছাড়া বোর্ডের সদস্য লিয়াকত আলী মৃত্যুবরণ করায় তার শূন্যপদে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের প্রকাশক ও সম্পাদক বেগম ফেরদৌসি আলীকে বাসস পরিচালনা বোর্ডের সদস্য হিসাবে একই মেয়াদের জন্য নিয়োগ দেয়া হলো।






২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।






(ঢাকাটাইমস/২৪মার্চ/এমআর)