logo ২২ এপ্রিল ২০২৫
মাউন্ট এলিজাবেথে ঢাকাটাইমস সম্পাদকের সফল অস্ত্রোপচার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ মার্চ, ২০১৬ ১৫:০৪:৫৯
image



ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস এবং সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনের বা পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।






বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। ছয়টার দিকে তাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়। দুই ঘণ্টা ধরে তার অস্ত্রোপচার কাজ শেষ হয়।






গত ২৫ জানুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে আরিফুর রহমানের বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচার কিছু ক্রটি থাকায় সিঙ্গাপুরে নতুন করে অস্ত্রোপচার করতে হয়।






গত ২০ জানুয়ারি বেলা একটার দিকে ফরিপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় মাহেন্দ্রর সঙ্গে টয়োটা প্রাডো গাড়ির সংঘর্ষ হয়। এতে আরিফুর রহমানের বাম পায়ে গোড়ালির নিচে চিড় ধরে। সেদিন রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।






২৫ জানুয়ারি স্কয়ার হাসপাতালে তার বাঁ বায়ে অস্ত্রোপচার করা হয়।কিন্তু তাদের অস্ত্রোপচারে কিছু ক্রটি ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য আরিফুর রহমানকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। আশু সুস্থতা কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ঢাকাটাইমস ও ‘এই সময়’ পরিবারও আরিফুর রহমানের আশু সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।






(ঢাকাটাইমস/১৭মার্চ/এমআর)