logo ২২ এপ্রিল ২০২৫
গাজীপুরেও জামিন পেলেন মাহফুজ আনাম
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ মার্চ, ২০১৬ ১২:৩৮:২৫
image



গাজীপুর : এক-এগারোর সরকারের সময় ‘মিথ্যা’ সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় গাজীপুরের আদালত থেকে জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এর বিচারক ইকবাল মাসুদ আজ সোমবার এ জামিন দেন। এর আগে মাহফুজ আনাম গাজীপুর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।






বিচার ১০ হাজার টাকা মুচলেকায় আইনজীবী মো. সুলতান উদ্দিনের জিম্মায় এই জামিন মঞ্জুর করেন।






গত ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন জজকোর্টের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান। আদালত মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছিলেন। সে অনুযায়ী তিনি আজ আদালতে যান।






একই অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তিনি রংপুর ও মাগুরা আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।






(ঢাকাটাইমস/১৪মার্চ/এলএ/জেবি)