logo ২২ এপ্রিল ২০২৫
মাগুরায় জামিন পেলেন মাহফুজ আনাম
মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
০৮ মার্চ, ২০১৬ ১৩:৪৭:০৮
image



মাগুরা: মাগুরায় দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।






মঙ্গলবার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মাহ্ফুজ আনাম জামিনের আবেদন করলে বিচারক ইমতিয়াজুল ইসলাম তা মঞ্জুর করেন।






সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের দেয়া তথ্য যাচাই না পত্রিকায় প্রকাশ করায় গত ১৮ ফেব্রুয়ারি মাগুরায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়।






জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মামলাটি করেন। মামলাটি আমলে নেওয়া ও আদেশের জন্য বিচারক আজ ৮ মার্চ তারিখ ধার্য করেছিলেন।






এর আগে একই অভিযোগে করা যশোর ও রংপুরের মামলায় জামিন পান মাহফুজ আনাম।






(ঢাকাটাইমস/৮মার্চ/এমআর)