জামিন পেলেন মাহফুজ আনাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ মার্চ, ২০১৬ ১৩:০৯:৪৩

রংপুর: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে রংপুরে করা মামলায় জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। একই সঙ্গে পরবর্তী হাজিরার তারিখ ২৬ মে নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম এ আদেশ দেন। এসময় মাহফুজ আনাম আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মুনীর চৌধুরী। বাদীপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল মালেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে ১৫ ফেব্রুয়ারি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা। ওই দিনই শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম মাহফুজ আনামকে ১ মার্চ আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।
আদালত থেকে বেরিয়ে মাহফুজ আনাম সাংবাদিকদের বলেন, ‘এক-এগারোর দুই বছরে ডেইলি স্টারের কী ভূমিকা ছিল, তা ভালো করে খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি। সম্পাদকীয় একটি পত্রিকার মূল বক্তব্য। তাতে কী বক্তব্য ছিল, তা দেখার অনুরোধ করছি। একই সঙ্গে ডেইলি স্টারকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা তথ্যভিত্তিক হওয়া উচিত।
রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা বলেন, মাহফুজ আনাম স্বঘোষিত অপরাধী। তিনি শুধু শেখ হাসিনাকেই অপমান করেননি, অপমান করেছেন পুরো জাতিকে। এজন্য তার বিচার হওয়া উচিৎ।
(ঢাকাটাইমস/১মার্চ/এমআর)