logo ২২ এপ্রিল ২০২৫
আলফাডাঙ্গা প্রেস ক্লাবে ঢাকাটাইমস সম্পাদকের জন্য দোয়া
আলফাডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২০:৫৯
image



আলফাডাঙ্গা: সড়ক দুর্ঘটনায় আহত অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’ এর সম্পাদক আরিফুর রহমান দোলনের আশু আরোগ্য কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।






বৃহস্পতিবার বাদ জোহর আলফাডাঙ্গা প্রেস ক্লাবের আয়োজনে আলফাডাঙ্গা এ জেড আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বক্তারা আরিফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তার আরোগ্য কামনায় দোয়া করেন।






আলফাডাঙ্গা প্রেস ক্লাবের আহ্বায়ক আ. রউফ তালুকদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকাটাইমস সম্পাদকের বাবা ও কাঞ্চনমুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এফ এম ওবায়দুর রহমান, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মনিরুল হক শিকদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার আলম, বোয়ালমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।






এ সময় আরও উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ,  আলফাডাঙ্গা এ জেড আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি মো. জামাল উদ্দিন, উপজেলা সদর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান আব্বাস, বানা ইউনিয়নের বর্তমান আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বাবু, দৈনিক সমকাল পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি মো. আমিনুল ইসলাম,  ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম, উপজেলা ওলামালীগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দীকসহ স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, সমাজসেবক ও বিশিষ্টজনরা।






আলফাডাঙ্গা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও কাঞ্চনমুন্সী ফাউন্ডেশনের সদস্য মো. আলমগীর কবিরের পরিচালনায় সমাপনী বক্তব্য দেন আলফাডাঙ্গা প্রেস ক্লাবের আহ্বায়ক আ. রউফ তালুকদার।






উল্লেখ্য, গত ২০ জানুয়ারি গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন আরিফুর রহমান। এতে তার বাঁ পায়ের গোড়ালিতে তিনটি চিড় ধরে। ফরিদপুরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ওইদিনই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ জানুয়ারি স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মেসবাহ উদ্দিন আহমেদ তার অস্ত্রোপচার করেন।






(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)