মাহফুজ আনামের নামে ঝালকাঠিতে সমন
ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪৪:১১

ঝালকাঠি: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন ঝালকাঠি আদালত। পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগে করা একটি মামলায় তাকে ৩১ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ সমন জারি করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহেদ আহমেদ।
এর আগে গতকাল সোমবার ফরিদপুর ও মাগুরায় করা মানহানির দুটি মামলায়ও তাঁর বিরুদ্ধে সমন জারি হয়।
গত ১৬ ফেব্রুয়ারি ঝালকাঠিতে মানহানির এই মামলাটি করেন জেলা সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক উপদেষ্টা বরিন আমিন বাকলাই। তিনি নিজেই মামলাটির আইনজীবী। সেখানে পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়। ওই দিন আদালত ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ২৩ ফেব্রুয়ারি (আজ) প্রতিবেদন জমা দিতে বলেন।
মামলার বাদী জানান, তথ্য কর্মকর্তার দেওয়া প্রতিবেদন মামলার পক্ষে যাওয়ায় আদালত এই সমন জারি করেন।
ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে গতকাল সোমবার পর্যন্ত ১৪ দিনে দেশের বিভিন্ন স্থানে মোট ৭৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২১টি মামলা করা হয়েছে। আর মানহানির মামলাগুলোর মধ্যে ৫১টিতে ১ লাখ ২২ হাজার ৪৭০ কোটি ৫৫ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রায় সব কটি মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী ও সরকারি কৌঁসুলি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজেএফআইয়ের দেয়া দুর্নীতির তথ্য যাচাই না করে প্রকাশ করাটা ভুল ছিলো বলে দায় স্বীকার করেন মাহফুজ আনাম। এর পর থেকেই আওয়ামী লীগের সংক্ষুব্ধ নেতাকর্মীরা মামলা করতে থাকেন।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)