শওকত মাহমুদকে আবার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:০৪:০৩

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে পুরনো একটি মামলায় আবার গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে।
রাজধানীর মুগদা থানার একটি বিস্ফোরক মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে শনিবার বিএফইউজে ও ডিইউজের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে। এতে বলা হয়, এটি শওকত মাহমুদের বিরুদ্ধে ২৩তম মামলা।
শওকত মাহমুদের স্ত্রী ফেরদৌসী মাহমুদকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, এর আগের ২২টি মামলায় জামিন পাওয়ার পর শওকত মাহমুদ মুক্তির প্রহর গুনছিলেন। এর মধ্যে মুগদা থানার ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, বানোয়াট মামলায় শওকত মাহমুদকে আবারও গ্রেপ্তার দেখিয়ে সরকার আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।
সাংবাদিক নেতা শওকত মাহমুদ গুরুতর অসুস্থ এবং কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিদাতারা হলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন, মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
নাশকতার বিভিন্ন মামলায় গত বছরের ১৮ আগস্ট রাজধানীর বসুন্ধরা সিটির সামনে থেকে শওকত মাহমুদকে আটক করে পুলিশে।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)