logo ০৭ আগস্ট ২০২৫
তুরস্কে জেল থেকে মুক্তি পেলেন দুই সাংবাদিক
ঢাকাটাইমস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:১৯:০০
image



ঢাকা: তুরস্কে রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশের অভিযোগে আটক দুই সাংবাদিক শুক্রবার জেল থেকে মুক্তি পেয়েছেন। তুরস্কের সাংবিধানিক আদালত তাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এমন রায় দেয়ার পর ওই সাংবাদিকদের মুক্তি দেয়া হলো। তাদেরকে গত তিন মাস ধরে আটক রাখা হয়েছিল। খবর এএফপির।






মুক্তি পাওয়া সাংবাদিকরা হলেন- কুমহুরিয়েত পত্রিকার প্রধান সম্পাদক ক্যান দুনদার ও আঙ্কারা ব্যুরো প্রধান এরদেম গুল। ইস্তাম্বুলের উপকণ্ঠে সিলিভরি জেল থেকে তাদেরকে মুক্তি দেয়া হয়।






(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/জেবি)