logo ২২ এপ্রিল ২০২৫
ল’ রিপোর্টার্স ফোরামে নতুন নেতৃত্ব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:০১:৪৩
image



ঢাকা: ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নির্বাচনে সভাপতি পদে আশুতোষ সরকার (ডেইলি স্টার) ও সাধারণ সম্পাদক পদে দিদারুল আলম  (বাসস) নির্বাচিত হয়েছেন।






আজ শুক্রবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।






এলএরএফের ১৩ সদস্যের কমিটির অন্যান্য পদে নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি শামীমা আক্তার (আরটিভি), যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইয়াসিন (ডেইলি ইনডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন), সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মৃধা (জাগোনিউজ), দপ্তর সম্পাদক আরাফাত মুন্না (জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ আল আমীন (বাংলাদেশ প্রতিদিন)।






এছাড়া কমিটির পাঁচটি সদস্য পদে নির্বাচিতরা হলেন, জাকের হোসেন (এনটিভি অনলাইন), জান্নাতুল ফেরদৌস পান্না (মানবকণ্ঠ) অজিত মহলদার (সকালের খবর), আফজাল হোসেন (সময় টিভি) ও তানভীর আহমেদ (ভোরের কাগজ)।






(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/জেবি)