মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২২:৫৪

ঢাকা: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর সংবাদ প্রকাশের জন্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে চট্টগ্রামে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে পুলিশ।
আজ শনিবার এই সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন।
আদালত সূত্র জানায়, মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলা করেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন। পরে আদালত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।
অভিযোগে বাদী উল্লেখ করেন, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সরবরাহ করা সংবাদ এক–এগারোর সময় পরিবেশন করে জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ক্ষতি করেছেন মাহফুজ আনাম। যাচাই-বাছাই না করে খবরটি ছাপানো ভুল ছিল, যা ৩ ফেব্রুয়ারি টিভি টক শোতে স্বীকারও করেছেন মাহফুজ আনাম। তিনি দণ্ডবিধি আইনের ১২৩ (ক) ও ১২৪ (ক) ধারায় অপরাধ করেছেন।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/জেবি)