ফের বাড়লো অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:২৯:০২
ঢাকা: অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ আবারো বাড়ানো হয়েছে। আবেদন ফরম ও প্রত্যয়নপত্র জমাদানের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বেড়েছে।
আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেয়ার সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ওইদিন পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদপ্তরে জমা দেয়া যাবে।
প্রসঙ্গত, প্রথমবার ১৫ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় দেয়া হয়। পরে তা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। পরে আরেক দফা বাড়িয়ে তা ২৯ ফেব্রুয়ারি করা হয়। এবার বাড়লো আরও এক দফা।
(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এইচআর/জেবি)