বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ মার্চ, ২০১৬ ২১:২৬:৩৭
গোপালগঞ্জ: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে একাংশ) নব-নির্বাচিত নেতৃবৃন্দসহ সাংবাদিক নেতারা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার বিকালে ডিইউজের নবনির্বাচিত সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে সাংবাদিক নেতারা জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে এই শ্রদ্ধা জানান।
এ সময় সাংবাদিক নেতারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ওয়াশিংটন দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টিার স্বপন সাহা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মো. ওমর ফারুক, ডিইউজের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এম শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান খান বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে নেতারা সেখানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন।
(ঢাকাটাইমস/০১মার্চ/জেবি)