ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মার্চ, ২০১৬ ১২:৫৫:২৮

ঢাকা: একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁও থানায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক উপ-পরিচালক সামসুল আলম বাদী হয়ে হয়ে এই মামলাটি দায়ের করেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকালে দুদকের প্রধান কার্যালয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় কমিশন।
দুদক সূত্রে জানা যায়, একুশে টিভির দায়িত্বে থাকা অবস্থায় আব্দুস সালাম প্রমোশন, লিগ্যাল, বিনোদনসহ বিভিন্ন খাতের ভুয়া বিল দেখিয়ে প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধির ৪২০/ ৪০৬ সহ প্রযোজ্য ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
তথ্য গোপন করে বিদেশি কোম্পানি ‘সিটিকপ’র নামে থাকা ইটিভির শেয়ার স্থানান্তরের অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ ছিল দুদকের কাছে। এই অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে টাকা আত্মসাতের তথ্যটি বেরিয়ে আসে।
এছাড়া তার বিরুদ্ধে আসা অভিযোগে আর বলা ছিল- ইটিভির লোকাল শেয়ারহোল্ডারদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নিজস্ব লোকজনের নামে হস্তগত করেছেন তিনি। এসব অভিযোগের যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এজন্য উপপরিচালক শামসুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে এবং পরিচালক মো. নূর আহম্মদকে তদারকী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয় কমিশন।
প্রসঙ্গত, গত বছরের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও আবদুস সালামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলায় আব্দুস সালাম কারাগারে আছেন। এর আগে পর্নোগ্রাফির মামলায় একই বছরের ৬ জানুয়ারি আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের ২৬ নভেম্বর এক নারী বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই মামলা করেন।
(ঢাকাটাইমস/০২মার্চ/জেবি)