ডিইউজের চার নেতাকে সাব এডিটরস কাউন্সিলের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মার্চ, ২০১৬ ০০:১৪:৩৭

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) নবনির্বাচিত চার সদস্যকে সংবর্ধনা দিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ডিএসইসি সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিইউজে নির্বাচনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের চারজন সদস্য নির্বাচিত হন। নবনির্বাচিত নেতা যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা শিউলী, সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান মিঞা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু ও নির্বাহী কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌসকে অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএসইসির নেতারা।
সংগঠনের কোষাধ্যক্ষ এ কে এম ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি কে এম শহীদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দপ্তর সম্পাদক আবু কাউসার খোকন, কার্যনির্বাহী কমিটির সদস্য আলম হোসেন, আনজুমান আরা শিল্পী, নাসির উদ্দিন বুলবুল, সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ, কায়কোবাদ মিলন, মো. আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, সাবেক সহ-সভাপতি নোমান সালমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মান্নান, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. বশির মিয়া, অমিতাভ রহমান, সাধারণ সদস্য শামসুল আলম সেতু, মোশাররফ হোসেন, মনসুর আহমেদসহ সাবেক ও বর্তমান কমিটির নেতারা।
(ঢাকাটাইমস/০৯মার্চ/জেবি)