logo ২২ এপ্রিল ২০২৫
খাগড়াছড়িতে জামিন পেলেন মাহফুজ আনাম
খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৬ ১৬:২৮:৪০
image



খাগড়াছড়ি: মানহানির আরও একটি মামলায় জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।






বুধবার সকালে খাগড়াছড়ির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।






আগামী ২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।






গত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের সরবরাহ করা সংবাদ ছাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে গত ১৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাটি করেন।






প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগ এনে সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীরা মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে অর্ধশতাধিক মামলা করেন। এসব মামলায় ইতিমধ্যে মাগুরা, গাজীপুর, ফরিদপুরেও জামিন পেয়েছেন এই প্রখ্যাত সম্পাদক।






(ঢাকাটাইমস/১৬মার্চ/মোআ)