logo ০৫ আগস্ট ২০২৫
এবার ফরিদপুরে গিয়ে জামিন নিলেন মাহফুজ আনাম
ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৬ ১৩:৫৩:২৪
image



ফরিদপুর : ফরিদপুরে দায়ের করা ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির মামলায় আদালতে সশরীরে হাজির হয়ে জামিন পেয়েছেন দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম ।






মঙ্গলবার বেলা ১১টায় তিনি ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এক নম্বর আমলি আদালত) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে এক হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন বিচারক মো. হামিদুল ইসলাম।






আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী জানান, আসামির বিরুদ্ধে দরখাস্তকারীর যে অভিযোগ তা জামিনযোগ্য। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামিকে এক হাজার টাকায় মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এছাড়া মামলার পরবর্তী তারিখ ২৯ মে ধার্য করেন।






জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ বেপারী গত ২২ ফেব্রুয়ারি ওই আদালতে  ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির এই মামলাটি করেন। আদালতের বিচারক  মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করে ১৫ মার্চ তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।






উল্লেখ্য, মামলার আরজিতে বলা হয়, ২০০৭ সালের ৩ জুন তারিখে দৈনিক ডেইলি স্টার পত্রিকায় আওয়ামী লীগ প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির ভিত্তিহীন সংবাদ ছাপা হয়। এ বছরের ৪ ফেব্রুয়ারি এটিএন নিউজ চ্যানেলে ডেইলি স্টার পত্রিকার ২৫ বছরপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মাহফুজ আনাম সে ঘটনা স্বীকারও করেন। এ ভিত্তিহীন সংবাদে বাদী ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ৫০ কোটি টাকার সম্মানহানি হয়েছে।






(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এলএ)