logo ২২ এপ্রিল ২০২৫
ইনকিলাবের সম্পাদকসহ তিনজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মার্চ, ২০১৬ ২১:২৫:৩৪
image



ঢাকা: ওয়ারী থানার একটি মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিনসহ তিনজন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।






রবিবার ঢাকার একটি আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন ।






অন্য যে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন।






জানতে চাইলে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদ হোসেন ঢাকাটাইমসকে বলেন, তিনি নতুন যোগদান করেছেন বলে এ বিষয়ে  তেমন কিছু জানেন না।






‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা এবং পুলিশের ভারপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদার  ২০১৪ সালের ১৯ আগস্ট ওযারী থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আজিজুর রহমান।






(ঢাকাটাইমস/২০ মার্চ/এএ/মোআ)