logo ২২ এপ্রিল ২০২৫
বিটিআরসির পাওনা পরিশোধে ইটিভিকে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৬ ১৬:৪১:৩০
image



ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৩০ কোটি আট লাখ টাকা পরিশোধ করতে একুশে টেলিভিশনকে (ইটিভি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।






আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 






একইসঙ্গে ইটিভির টেরেস্ট্রিয়াল সম্প্রচার বাতিল করে সরকারের নেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটও খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।






আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা-ই-রাকিব।






মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ২১ মার্চ বিটিআরসি ফ্রিকোয়েন্সি বাবদ ৩০ কোটি আট লাখ টাকা চেয়ে ইটিভিকে চিঠি দেয়। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ইটিভি কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট চিঠির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। 






দীর্ঘ কয়েকদিন শুনানি শেষে আজ আদালত স্থগিতাদেশ তুলে দিয়েছেন। এর ফলে ইটিভি কর্তৃপক্ষকে এ টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবী।






(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি)