logo ২২ এপ্রিল ২০২৫
পুলিশের সমালোচনা, ভারতে সাংবাদিক গ্রেপ্তার
ঢাকাটাইমস ডেস্ক
২৫ মার্চ, ২০১৬ ১৫:৪১:৩৫
image



ঢাকা: ভারতে সামাজিক যোগাযোগের মাধ্যমে কথিত ‘উস্কানিমূলক’ পোস্ট দেয়ার কারণে একটি সংবাদপত্রের একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানায়।



প্রভাত সিং নামের এ সাংবাদিক দেশটির পূর্বাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের বাস্তার অঞ্চলের পরিস্থিতি নিয়ে হোয়াটসঅ্যাপ-এ একটি পোস্টে পুলিশের সমালোচনা করেন।



মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য মতে, এ এলাকায় সাংবাদিকেরা নিরাপত্তা বাহিনীর হাতে হয়রানির শিকার হচ্ছেন।



গত বছর এ অঞ্চলের দুই সাংবাদিককে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাজ্য তৎপর মাওবাদী বিদ্রোহীদের সমর্থন করেছেন।



ছত্তিশগড়ের মাওবাদী বিরোধী অভিযানের মহাপরিচালক ডি এম আওস্তি বলেন, একটি উস্কানিমূলক পোস্টের ব্যাপারে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।



তিনি বলেন, ‘আমরা তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনেছি।’



গ্রেপ্তারকৃত সাংবাদিকের আইনজীবী বলেন, তার মক্কেলকে পুলিশ হেফাজতে মারধর করা হয়েছে এবং তাকে খাবার দেয়া হয়নি।



(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি)