পরীক্ষামূলক সম্প্রচারে নিউজটোয়েন্টিফোর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৬ ২২:১৬:৪৬

ঢাকা: বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার এই চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, আমরা সবসময় পজেটিভ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। জনগণকে সঙ্গে নিয়ে একটা পজেটিভ বাংলাদেশ নির্মাণই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, অ্যাডিশনাল এমডি সাফওয়ান সোবহান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজটোয়েন্টিফোর-এর সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক জামিলুর রহমান, বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু, সাবেক আইজিপি নূর মুহাম্মদ, সংসদ সদস্য রহমত উল্লাহ, এইচ এম ইব্রাহিম, পীর ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহম্মদ আলী সিকদার, কণ্ঠশিল্পী হায়দার হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা শফি আহমেদ ও প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্মকর্তা আশরাফুল আলম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি)