logo ২২ এপ্রিল ২০২৫
এফজেএফ’র নতুন কমিটি: সভাপতি ইসারফ, সম্পাদক আজম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মার্চ, ২০১৬ ২৩:১২:৫০
image




ঢাকা: ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের (এফজেএফ) ১৮ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সাধারণ সভায় ২০১৬-১৭ সালের জন্য এ কমিটি গঠন করা হয়।



নতুন কমিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও ডেইলি সান এর সিনিয়র রিপোর্টার ইসারফ হোসেন ইসাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।



কমিটিতে মাহমুদ মোর্শেদ চৌধুরী (দৈনিক অর্থনীতির কাগজ) ও রাজীব খানকে (আরটিভি) সহসভাপতি করা হয়েছে।



কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-সম্পাদক আছাদুজ্জামান (দৈনিক পাঞ্জেরী), কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান (দৈনিক আলোকিত বাংলাদেশ), প্রচার সম্পাদক মামুনুর রশিদ (লিড-নিউজ ২৪.কম), দপ্তর সম্পাদক মোসাদ্দেক আহমদ বশির (দৈনিক আজকের পত্রিকা), জনকল্যাণ সম্পাদক এ এম মাহমুদ লিপন (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব রহমান (দৈনিক আমাদের সময়) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বায়েজিদ আহমেদ (দীপ্ত টিভি)।



নির্বাহী সদস্যরা হলেন- ওবায়দুর রশিদ (চ্যানেল আই), ওয়াকিল আহমেদ হিরণ (দৈনিক সমকাল), অনিমেশ কর (ইন্ডিপেনন্ডেন্ট টিভি), এম শাহজাহান (দৈনিক জনকণ্ঠ), মোক্তাদির রশিদ রোমিও (নিউ এইজ) ও সৈয়দ আমানত আলী (ঢাকা প্রতিদিন)।



উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- লায়েকুজ্জামান (দৈনিক সকালের খবর), সিনিয়র সাংবাদিক খন্দকার আতাউল হক, ওয়াহিদ মিল্টন (এসএটিভি), মজিবুর রহমান জিতু (বাসস), আবু সাঈদ খান (দৈনিক প্রতিদিনের সংবাদ), আরিফুর রহমান দোলন (সম্পাদক ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়) এবং ওয়াহিদুজ্জামান মিয়া (বাসস)।



(ঢাকাটাইমস/৩০মার্চ/এএ/এমআর)