logo ২২ এপ্রিল ২০২৫
যমুনা টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
৩১ মার্চ, ২০১৬ ২০:৫০:১৯
image




ঢাকা: রাজধানীর ভাস‌ান‌টেক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে কেয়ার‌টেক‌ার‌কে ফে‌লে দি‌য়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা করেছে ‌ডে‌ভেলপার কোম্পানির মা‌লিক মাসুক রেজা।



বৃহস্প‌তিবার দুপু‌রে ভবনের জমির মালিকের মেয়ের জামাই, যমুনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক এনামুল হক ও তার ভাইসহ সাতজনকে আসামি করে মামলাটি দায়ের করেন তিনি। এ ঘটনায় পুলিশ এনামুল হকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।



ভাসানটেক থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ঢাকাটাইমসকে বলেন, বৃহস্পতিবার দুপুরে ডে‌ভেলপার কোম্পানির মা‌লিক মাসুক রেজা বাদী হ‌য়ে হত্যার হুম‌কি ও হত্যার চেষ্টা ‌অভি‌যোগ এনে মামলা দায়ের ক‌রেছেন। মামলা নম্বর ২৮।



মামলায় আসামিরা হলেন যমুনা টেলিভিশনেরযুগ্ম বার্তা সম্পাদক এনামুল হক, তার ভাই আবদুল্লাহ আল মামুন, শ্যালক মেহেদী হাসান গালিব ও শওকতসহ আরো তিনজনের নাম উল্লেখ করা হয়।



মামলার অভিযোগে মাসুক রেজা বলেন, আসামিরা আজ সকাল নয়টার সময় পূর্ব পরিকল্পিতভাবে আমার নির্মণাধীন ভবনে জোরপূর্বক প্রবেশ করে। এক পর্যায়ে তারা আমার কেয়ারটেকার সবুজকে মারধোর করে চার তলার ছাদ থেকে ফেলে দেয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।



প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ভাসানটেক থানার ক্যান্টনমেন্ট আবাসিক এলাকার এক নম্বর শহীদ বদিউজ্জামান সড়কের ২৭৩/৩ নম্বর বাড়ির নির্মাণাধীন ভবন থেকে কেয়ারটেকার সবুজকে মারধোর করে চার তলা থেকে ফেলে দেয় যমুনা টেলিভিশনের রিপোর্টার এনামুল হক।







(ঢাকাটাইমস/৩১মার্চ/এএ/জেডএ)