logo ২১ এপ্রিল ২০২৫
৬০ সাংবাদিকের বই নিয়ে উৎসব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৬ ২০:০৫:৫৭
image



চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেসক্লাবের ৬০ জন সদস্যের লেখা বিভিন্ন বিষয়ের বই নিয়ে দুই দিনের বই উৎসব শুরু হয়েছে। শুক্রবার দুপুরে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এই বই উৎসবের উদ্বোধন করেন।






নগরীর ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই বই উৎসব প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উৎসব থেকে ৩০ শতাংশ কমিশনে বই কেনা যাবে।  






বই উৎসবে ক্লাবের স্থায়ী সদস্য অরুণ দাশগুপ্ত, আতাউল হাকিম, আনোয়ার হোসেন পিন্টু, আবদুল মালেক, আবু তাহের মুহাম্মদ, আবু সুফিয়ান, আবুল মোমেন, আল রাহমান, আলিউর রহমান, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান, এজাজ ইউসুফী, এম নাসিরুল হক, ওমর কায়সার, কল্যাণ চক্রবর্তী, কাজী আবুল মনসুর, গোলাম মাওলা মুরাদ, জসীম চৌধুরী সবুজ, জাহেদ মোতালেব, দেব প্রসাদ দাস, নাজিমুদ্দীন শ্যামল, নাসিরুদ্দিন চৌধুরী, নিরূপম দাশগুপ্ত, নুরুল আমিন, নুর মোহাম্মদ রফিক, বিশ্বজিৎ চৌধুরী, প্রদীপ দেওয়ানজী, বিপুল বড়ুয়া, মুস্তফা নঈম, মুহাম্মদ শামসুল হক, মোয়াজ্জেমুল হক, মো. মাহবুব উল আলম, যীশু রায় চৌধুরী, রাশেদ রউফ, রিয়াজ হায়দার চৌধুরী, শতদল বড়ুয়া, শহীদুল্লাহ শাহরিয়ার, শামসুল হক হায়দরী, শুকলাল দাশ, সমীর ভট্টাচার্য, সিদ্দিক আহমেদ, সৈয়দ আবদুল ওয়াজেদ, সৈয়দ উমর ফারুক, স্বপন দত্ত, হাসান আকবর, হাসান নাসির এবং অস্থায়ী সদস্য মামুনুর রশীদ, অমিত বড়ুয়া, রমেন দাশগুপ্ত ও আবু মোশাররফ রাসেলের বই পাওয়া যাবে।






এ ছাড়া ক্লাবের আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাহিদ আকবর চৌধুরী, ডা. প্রণব কুমার চৌধুরী, নুরুল ইসলাম বিএসসি, নেছার আহমদ, সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক ও সহযোগী সদস্য অভীক ওসমানের বই প্রদর্শনীতে স্থান পাবে।






উদ্বোধনী অনুষ্ঠানে সেলিনা হোসেন বলেন, সভ্যতার বাহক হলো বই। আর মুদ্রণ বাদ দিলে সভ্যতার ধারাবাহিকা থাকবে না। আমরা আমাদের মেধা ও মননকে প্রযুক্তির কাছে নতজানু হতে দেব না; মুদ্রণ ও অনলাইন একসঙ্গে চলার সুযোগ থাকতে হবে।






অনুষ্ঠানে শিশু সাহিত্য ও ছড়া ক্যাটাগরিতে রাশেদ রউফ, প্রবন্ধ ও গবেষণায় আবুল মোমেন ও উপন্যাসে বিশ্বজিৎ চৌধুরীকে শ্রেষ্ঠ লেখকের পুরস্কা তুলে দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।






(ঢাকাটাইমস/০১এপ্রিল/জেবি)