logo ২১ এপ্রিল ২০২৫
আরেক দফা বাড়লো অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ এপ্রিল, ২০১৬ ১৯:০৪:১৪
image



ঢাকা: অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা আরেক দফা বাড়িয়েছে সরকার। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ও প্রত্যয়নপত্র জমা দেয়া যাবে। অনলাইন গণমাধ্যম সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে এই সময় বাড়ানো হয়েছে বলে আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে ফরম ও প্রত্যয়নপত্র তথ্য অধিদপ্তরে জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ।






প্রসঙ্গত, প্রথমবার ১৫ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় দেয়া হয়। পরে তা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। পরে আরেক দফা বাড়িয়ে তা ২৯ ফেব্রুয়ারি করা হয়। পরে আরেক দফা বাড়িয়ে তা ৩১ মার্চ করা হয়। এবার তা করা হলো ১৭ এপ্রিল পর্যন্ত।






(ঢাকাটাইমস/০৩এপ্রিল/জেবি)