দুদকে সাংবাদিক নিষেধ, নেতাদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৬ ১৮:৫৯:৩৬

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটবে এবং এটা তাদের অধিকার ক্ষুণ্ন করবে মনে করেন তারা। দুদককে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
আজ মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, “এ ধরনের অপপ্রয়াস সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতায় বিঘ্ন সৃষ্টি করবে। সাংবাদিকদের তথ্য পাওয়ার অধিকার আছে।”
দেশের বৃহৎ সাংবাদিক সংগঠনটির এ নেতা বলেন, “সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। দুদকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলে বর্তমান সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে। স্বাধীন হলেও দুদক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।”তিনি সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতার জন্য দুদককে ইতিবাচক মনোভাব রাখতে বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন বলেন, “সাংবাদিক নিষিদ্ধের ঘটনাটি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এটি নিন্দনীয়।” জামাল হোসেন বলেন, “যেকোনো অজুহাতে সাংবাদিক নিষিদ্ধ হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য হবে না। দুদক ও গণমাধ্যম একে অন্যের সহায়ক। দুদকের কাজ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। আর গণমাধ্যমের কাজ দুর্নীতির তথ্য তুলে ধরে মানুষকে সচেতন করা।”
দুদক বিটে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেনেইস্ট করাপশনের (র্যাক) সভাপতি মিজান মালিক বলেন, “সাংবাদিকেরা দুদকের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছেন। হঠাৎ সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে বাধার সৃষ্টি হচ্ছে।” তিনি বলেন, “দুদককে শুরু থেকেই গণমাধ্যম সহযোগিতা করে আসছে। এখন গণমাধ্যমকর্মীদের অসহযোগিতা করা হচ্ছে। এটা নিন্দনীয়।”
গত সপ্তাহ থেকে দুদক কার্যালয়ে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হলেও সোমবার থেকে তা নিষেধাজ্ঞায় পরিণত হয়। দুপুরে একাধিক গণমাধ্যমকর্মী ৫ম তলায় প্রবেশ করলে সেখানকার নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিতরা বলেন, ‘আমাদের ওপর নির্দেশ আছে, কোনো সাংবাদিক যেন ওপরে না উঠতে পারেন।’
এ বিষয়ে দুদকে জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সচিব স্যার কথা বলবেন। আমার কোনো বক্তব্য নেই।
এর আগে ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সময় সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের কমিশন দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিবাদের মুখে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এইচআর/জেবি)