logo ২১ এপ্রিল ২০২৫
জনকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে মামলা চলবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ এপ্রিল, ২০১৬ ১৪:১২:৪৫
image



ঢাকা: নির্যাতিতা নারীর ছবি ও পরিচয় পত্রিকায় প্রকাশের অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদসহ ছয়জনের বিরুদ্ধে করা  মামলার স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। এতে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।






আজ সোমবার দুপুরে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফআরএম নাজমুল আহসানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।






নির্যাতিতা নারীর পক্ষে আদালতে শুনানি করেন হেলাল উদ্দিন মোল্লা। দৈনিক জনকণ্ঠের পক্ষে ছিলেন শাহজাদা আল অমিন।






২০০২ সালে রাজধানীর রমনা থানায় জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদসহ ছয়জনের বিরুদ্ধে এক নারী ওই মামলা করেন। জনকণ্ঠে প্রকাশিত কোনো একটি প্রতিবেদনের প্রেক্ষাপটে মামলাটি করা হয়। পরে ওই মামলাটির কার্যক্রম চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন মাসুদসহ ছয়জন। আজ তা খারিজ করা হলো।






(ঢাকাটাইমস/১৮এপ্রিল/জেবি)