logo ২১ এপ্রিল ২০২৫
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে’
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
১৮ এপ্রিল, ২০১৬ ১৭:৩৮:০৪
image



রাজশাহী: তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সবসময় বস্তুনিষ্ঠতার দিকে খেয়াল রাখতে হবে।






আজ সোমবার সকাল ১০টায় রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আঞ্চলিক তথ্য অফিস এ সভার আয়োজন করে।






সভায় প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সরকার সাংবাদিকদের চোখে জনগণের ভোগান্তির চিত্র দেখে। সাংবাদিকদের বিভিন্ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে আগ্রহী হয়। তাই সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে যেকোনো তথ্য সরকারের কাছে পৌঁছাতে হবে।






তিনি বলেন, তথ্য চাপা রেখে দেয়ার মতো সুযোগ এখন আর নেই। কেউ তথ্য চাপা দিয়ে কোনো দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই সাংবাদিকদেরও উচিত সঠিক তথ্য দিয়েই প্রতিবেদন তৈরি করা।






সভায় রাজশাহীর সাংবাদিকেরা প্রধান তথ্য কর্মকর্তার কাছে তাদের নানা সমস্যা এবং সম্ভাবনার কথা  তুলে ধরেন। একই সঙ্গে তারা রাজশাহীর সাংবাদিকদের উন্নয়নে তথ্য কর্মকর্তার কাছে বিভিন্ন দাবিও তুলে ধরেন।






মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত প্রমুখ।






(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/জেবি)