logo ২১ এপ্রিল ২০২৫
সংবাদপত্র শিল্পের জন্য বিশেষ তহবিল গঠনের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ এপ্রিল, ২০১৬ ১৬:২২:৩২
image



ঢাকা: সংবাদপত্র শিল্পের জন্য বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের সংবাদপত্র মালিকদের সমিতি নোয়াব। তাছাড়া নিউজপেপার আমদানির ওপর থেকে ২১ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি।






আজ রবিবার আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেট নিয়ে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা মতবিনিময়কালে এ দাবি জানান।






মতবিনিময় সভায় বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন নোয়াবের পক্ষে সংগঠনের সহসভাপতি ও সমকালের প্রকাশক এ কে আজাদ, নিউজ টুডের প্রকাশক ও সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম প্রমুখ।






নোয়াব নেতারা বলেন, আগামী অর্থবছরের জন্য সরকার তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বলে জানা গেছে। কিন্তু এই বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় আছে। গত বছরের বাজেটও বাস্তবায়ন সম্ভব হয়নি। আকার নয়, বাস্তবতার নিরিখে বাজেট দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে বেশি অর্থ বরাদ্দ দিতে হবে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর প্রতি নজর দেওয়ারও অনুরোধ করেন তারা।    






নোয়াবের প্রস্তাবগুলো অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে বসে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান।






(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেবি)