logo ২১ এপ্রিল ২০২৫
পুলিৎজার পেলেন আসামের সাংবাদিক কলিতা
ঢাকাটাইমস ডেস্ক
২৭ এপ্রিল, ২০১৬ ০০:৩০:১৭
image



ঢাকা: সাংবাদিকতার নোবেলখ্যাত পুরস্কার পুলিৎজার পেয়েছেন ভারতের আসামের সাংবাদিক সঙ্ঘমিত্রা কলিতা। লস অ্যাঞ্জেলস টাইমস টিমের সদস্য হিসেবে ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে  সঙ্ঘমিত্রা ও তার দল সান বার্নান্ডিনো হামলার তদন্তের জন্য এই পুরস্কার পান।






আসামের বাসিন্দা মহেশ ও নির্মলা কলিতার সন্তান সঙ্ঘমিত্রা কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) নিউ জার্সি ব্যুরোর চাকরি দিয়ে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন তিনি।






নিউইয়র্কের সংবাদপত্র নিউজ ডে-তে ভারতীয় অর্থনীতি ও বিশ্ববাজারে ভারতের অবস্থান নিয়ে প্রতিবেদনের সিরিজ লিখে পরিচিতি পান কলিতা। ২০০৩ সালে বেস্ট বিজনেস স্টোরি হিসেবে প্রকাশিত হয় তার বেশ কিছু লেখা।






শুধু সাংবাদিকতাই নয়, গল্পের বইও লিখেছেন সঙ্ঘমিত্রা। তিন উদ্বাস্তু পরিবারের কাহিনি নিয়ে লেখা তার বই সাবার্বান সাহিবস বেশ জনপ্রিয়তা পায়।






(ঢাকাটাইমস/২৭এপ্রিল/জেবি)