logo ২১ এপ্রিল ২০২৫
সাংবাদিক মাহফুজুল হক খানের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ এপ্রিল, ২০১৬ ১৬:২১:০৪
image



ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক অবজার্ভার পত্রিকার সাবেক বার্তা সম্পাদক মাহফুজুল হক খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।






পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুল হক খান মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে গতকাল সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।






আজ বাদ আসর রাজধানীর লালমাটিয়া মসজিদে মাহফুজুল হক খানের জানাজা হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।






মাহফুজুর হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার জন্ম বরিশালে। বাবা আবদুল ওয়াহাব খান ১৯৫৪ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। 






(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি)