logo ২১ এপ্রিল ২০২৫
ঢাকাটাইমসে ফিরলেন আসাদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০২ মে, ২০১৬ ১৮:১৫:৪৪
image




ঢাকা: দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল ঢাকাটাইমসে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিলেন তরুণ সাংবাদিক আসাদুজ্জামান। গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি কাজে যোগদান করেন। এর আগে ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ঢাকাটাইমসে কাজ করেছেন।



বর্তমানে ঢাকাটাইমসে তিনি বিনোদন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলামেইল২৪ডটকমের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ইনচার্জ পদে দায়িত্বপালন করেন।



আসাদুজ্জামানের সাংবাদিকতার হাতেখড়ি হয় দৈনিক আজকের কাগজের বিনোদন বিভাগের (চারবেলা) এর প্রদায়ক হিসেবে। এরপর প্রথম আলোর জনপ্রিয় সাপ্তাহিক ক্রোড়পত্র ‘ঢাকায় থাকি’ বিভাগে কিছু দিন কাজ করার পর জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকাটাইমসে যোগ দেন।



২০১৪ সালের শুরুতে ঢাকাটাইমস ছেড়ে আসাদ সাংবাদিকতায় উচ্চ শিক্ষার জন্য তথ্য মন্ত্রণালয়েরে অধীন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন। সেখানে পড়াশুনার পাশাপাশি তিনি ব্রেকিংনিউজ ডটকম ডটবিডি, প্রিয়ডটকম এবং বাংলাট্রিবিউন ডটকমে খন্ডকালীন কাজ করেন। পড়াশোনার পাট চুকিয়ে ২০১৫ সালে বাংলামেইল২৪ডটকমে যোগ দেন।



আসাদুজ্জামানের জন্ম মাদারীপুরের কালকিনি উপজেলায় উত্তর রাজদী গ্রামে। তার বাবা আবদুল মালেক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মা জাহানারা খোন্দকার গৃহিনী। দুই ভাই ও এক বোনের মধ্যে আসাদ দ্বিতীয়।



কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে এইচএসসি শেষ করে ঢাকা কলেজ থেকে স্নাতক এবং সরকারি কবি নজরুল কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছেন তিনি। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) এর লেভেল-২ সম্পন্ন করেছেন।



(ঢাকাটাইমস/০১ মে/এজেড/ এআর/ঘ.)