আল জাজিরার বাগদাদ ব্যুরো বন্ধ
ঢাকাটাইমস ডেস্ক
২৯ এপ্রিল, ২০১৬ ১১:৫২:৪৯

ঢাকা: ইরাকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বাগদাদ ব্যুরো বন্ধের ঘোষণার পাশাপাশি ইরাক থেকে কোনো প্রতিবেদন প্রকাশ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশন আল-জাজিরার বাগদাদ ব্যুরোর কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করে। নীতিভঙ্গের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেয়া হলেও আল জাজিরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা একে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবেই দেখছে।
আল জাজিরা পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘নিয়ম-নীতি সব সময় মেনেই সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে আল-জাজিরা। চ্যানেলটি সৃষ্টির শুরু থেকেই পেশাদারিত্বের বেলায় তারা বিশ্ব মানদণ্ড বজায় রেখে চলেছে। সম্প্রচার নীতির আইন ভঙ্গ করা হয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছে আল-জাজিরা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরাক সরকারের এমন সিদ্ধান্ত বাক স্বাধীনতার ওপর চরম আঘাত।’ ইরাকের সংবিধানে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার অঙ্গীকারের কথা মাথায় রেখে শিগগির বাগদাদ ব্যুরোর ওপর জারিকৃত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে আশা প্রকাশ করেছে আল জাজিরা।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/জেবি)