অনলাইন নীতিমালা প্রণয়নে উদ্যোগ নেয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ মে, ২০১৬ ১৫:২১:০০

ঢাকা: দেশে অনলাইন নীতিমালা প্রণয়নে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালে সম্প্রচারের খাতটি বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনলাইন গণমাধ্যমের বিকাশে আমরা বিশ্বাসী। অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা গণমাধ্যমের সংকোচনের জন্য নয় বরং প্রাতিষ্ঠানিকীকরণের জন্য করা হয়েছে।
হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম তৃণমূল পর্যায়ের মানুষের জন্যও। বর্তমান সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ কখনোই মনে করে না। আমরা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি। তথ্য অধিকার আইন তৈরি হয়েছে যাতে সবাই তথ্য পায়। নানা জায়গা থেকে গণমাধ্যমের ওপর চাপ রয়েছে। গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, অতীতের সামরিক শাসন ও সাম্প্রদায়িকতা থেকে বেড়িয়ে গণতান্ত্রিক দেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন- আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান, ইটিভির নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।
(ঢাকাটাইমস/৩মে/এমআর)