logo ২১ এপ্রিল ২০২৫
প্রবীণ সাংবাদিক আশরাফ উদ্দিন মকবুলের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৬ ১৪:৪৭:৪৮
image



ঢাকা: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বিশেষ সংবাদদাতা আশরাফ উদ্দিন মকবুল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সাড়ে ৬টায় খুলনার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন।






মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।






মরহুমের নামাজে জানাজা বাদ আসর খুলনা নিরালা জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং নিরালা কবরস্থানে তাকে দাফন করা হবে।






আশরাফ উদ্দিন মকবুলের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় আশরাফ উদ্দিন মকবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট সাংবাদিককে হারালো। তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি তারা সমবেদনা জানান।






(ঢাকাটাইমস/০৪মে/জেবি)