দেশের সব গণমাধ্যম এখন মুক্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ মে, ২০১৬ ১৭:৩৪:১৯

ঢাকা: দেশের সব গণমাধ্যম আজ মুক্ত ও স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেছেন, অনেক আন্দোলন-সংগ্রামের ফসল আজকের মুক্ত গণমাধ্যম।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০১৬ উপলক্ষে ‘তথ্যপ্রযুক্তির বিকাশ ও মুক্ত সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারটি আয়োজন করে সাপ্তাহিক কাগজ কলম।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, “আমাদের দেশে মুক্ত গণমাধ্যমের জন্য পূর্বসূরিরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছে। আমরাও মুক্ত গণমাধ্যমের জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। দেশের সুশীল সমাজসহ সবাই মিলে একটি মুক্ত গণমাধ্যমের জন্য সংগ্রাম করেছি। অনেক রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা অর্জিত হয়েছে।”
বঙ্গবন্ধু মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাসী ছিলেন উল্লেখ করে ইকবাল সোবহান বলেন, ১৯৭৪ সালে সংবিধানের ৩৯ ধারায় মত প্রকাশের স্বাধীনতা বঙ্গবন্ধুই সংযোজন করেন। বঙ্গবন্ধু মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, অতীতে ইলেক্ট্রনিক গণমাধ্যম বলতে আমরা শুধু বিটিভিকেই বুঝতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বেসরকারি খাতে ইলেক্ট্রনিক গণমাধ্যমের বিকাশ ঘটিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো আইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করেনি।
সাংবাদিকদের জন্য নীতিমালা করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, “সরকার যে নীতিমালার কথা বলছে, এর সঙ্গে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে একমত হলে তার পরই সেটা আইনে পরিণত করা হবে। তার আগেই যদি সমালোচনা শুরু করি, তা হলে তো হবে না।”
বাসসের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।
(ঢাকাটাইমস/০৫মে/জিএম/মোআ)