logo ২১ এপ্রিল ২০২৫
সিরিয়ায় অপহৃত তিন স্প্যানিশ সাংবাদিক মুক্ত
ঢাকাটাইমস ডেস্ক
০৮ মে, ২০১৬ ১৪:৪৭:১৩
image



ঢাকা: সিরিয়ায় অপহৃত তিন স্প্যানিশ সাংবাদিক মুক্তি পেয়েছেন। রবিবার স্প্যানিশ প্রেস ফেডারেশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।






২০১৫ সালে জুলাই মাসে তাদের সিরিয়ার আলেপ্পো শহর থেকে অপহরণ করা হয়েছিল। তবে কারা তাদের অপহরণ করেছিলো এ বিষয়ে কিছু জানানো হয়নি।






মুক্তি পাওয়া তিন সাংবাদিক হলেন- অ্যান্টোনিও প্যামপ্লিগা, জস ম্যানুয়েল লোপেজ ও অ্যাঙ্গেল সাসট্রি। তারা এখন স্পেনের পথে রয়েছেন। এই তিন সাংবাদিক স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেতন।






স্পেন সরকারের মুখপাত্র এক বিবৃতিতে তিন জনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্ক এবং কাতারে সহযোগিতায় তাদের মুক্ত করা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।






স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জস ম্যানুয়েল গার্সিয়া মারগালা বলেন, স্পেনের ন্যাশনাল ইন্টেলিজেন্সের কর্মকর্তারা তিন সাংবাদিকের মুক্তির জন্য কাজ করেছেন।






(ঢাকাটাইমস/৮মে/জেডএ)