মৌলভীবাজার: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র সাংবাদিক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকাটাইমসের মৌলভীবাজার প্রতিনিধি (নিজস্ব প্রতিবেদক) আব্দুল বাছিত বাচ্চু।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চার হাজার ৪২৯ ভোট পেয়ে বিজয়ী হন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বিএনপি মনোনীত মাহমুদ আলী পেয়েছেন চার হাজার ২৯২ ভোট।
কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বাচ্চু বর্তমানে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি মৌলভীবাজারের সাংবাদিকদের প্রিয় মুখ।
আব্দুল বাছিত বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ঢাকাটাইমস পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৭মে/ইএস)