logo ২১ এপ্রিল ২০২৫
সংবাদপত্রে শুল্ক প্রত্যাহারের দাবি নোয়াবের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মে, ২০১৬ ১৯:২৯:৩২
image



ঢাকা: সংবাদপত্র শিল্পের কাগজ আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় উপস্থিত হয়ে নোয়াবের নেতারা এ দাবি জানান।






নোয়াব নেতারা নিউজপ্রিন্ট আমদানিকালে অগ্রিম ভ্যাট (এটিভি) বাতিল করা, কালি, প্লেট ও প্রিন্টিং ম্যাটেরিয়াল আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার, বিজ্ঞাপনের অগ্রিম আয়কর (এআইটি) সংবাদপত্র কর্তৃপক্ষের কাছ থেকে কর্তন না করাসহ কয়েকটি দাবি তুলে ধরেন।






জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান নোয়াবের এসব দাবি ও প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানান।






নোয়াবের সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি এ কে আজাদ, নোয়াবের সদস্য এএইচএম মোয়াজ্জেম হোসেন, তাসমিমা হোসেন, এম শামসুর রহমান, দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।






(ঢাকাটাইমস/০৮মে/জেবি)