বেগম সম্পাদক নূরজাহানের অবস্থা সংকটাপন্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৬ ১০:১৭:০৪
ঢাকা: সাপ্তাহিক পত্রিকা বেগম-এর সম্পাদক নূরজাহান বেগমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
নূরজাহান বেগমের মেয়ে রিনা ইয়াসমিন জানান, আইসিইউতে তার মাকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেয়া হচ্ছে।
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের সহধর্মিণী নূরজাহান বেগমকে গত বৃহস্পতিবার বিকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে গত শনিবার থেকে তিনি আইসিইউতে রয়েছেন।
বাংলাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত নূরজাহান বেগমকে দেখতে গতকাল রবিবার সকালে হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ৯১ বছর বয়সী এই নারী সাংবাদিকের পাশে কিছু সময় অবস্থান করেন তথ্যমন্ত্রী। তিনি নূরজাহান বেগমের চিকিৎসক ও স্বজনদের কাছে রোগীর খোঁজখবর নেন।
(ঢাকাটাইমস/০৯মে/জেবি)