বেগম সম্পাদকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মে, ২০১৬ ০৭:১৫:৩১
ঢাকা: প্রখ্যাত বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী এই প্রবীণ সাংবাদিকের চিকিৎসার সব ব্যয়ভার নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে তার পরিবারের সদস্যদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তার কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিনকে নূরজাহান বেগমের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখার নির্দেশ দিয়েছেন।
জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন নূরজাহান বেগম। নিউমোনিয়ায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/১১মে/জেবি)