ঢাকা: অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কারের জন্য সংবাদপত্র, টিভি চ্যানেলে ও অনলাইনে কর্মরত সাংবাদিকদেও কাছ থেকে প্রতিবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার গণমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এই নিয়মিত পুরস্কারের পাশাপাশি ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ সম্পর্কিত প্রতিবেদনের জন্য আরও তিনটি পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়।
দুই পুরস্কারের জন্যই আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যেক বিজয়ীকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে। পুরস্কারের জন্য বিবেচিত টিভি প্রতিবেদনের ক্ষেত্রে ইএনজি ক্যামেরা পারসনের বিশেষ ভূমিকা থাকলে সে ক্ষেত্রে বিচারকম-লীর সুপারিশের ভিত্তিতে তাকেও পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হবে।
২০১৬ সালে তিনটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার দেয়া হবে। জাতীয় সংবাদপত্র বিভাগ- রাজধানী ঢাকা থেকে যেকোনো বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র এবং সাময়িকী অথবা অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। আঞ্চলিক সংবাদপত্র বিভাগ- রাজধানী ঢাকা ছাড়া দেশের যেকোনো অঞ্চলের বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র এবং সাময়িকী অথবা অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। টেলিভিশন বিভাগ- বিটিভিসহ দেশীয় মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদ প্রতিবেদন এবং অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়ের মধ্যে প্রকাশিত প্রতিবেদন এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।
প্রতিবেদন পাঠানোর নিয়ম
সব আবেদন ডাকযোগে পাঠাতে হবে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে প্রতিবেদনের মূল কপি পাঠাতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য নয়। সিরিজ প্রতিবেদন ছাড়া একজন অংশগ্রহণকারী একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন না। টিভি প্রতিবেদন ও প্রামাণ্য অনুষ্ঠান সিডিতে রূপান্তর করে পূর্ণাঙ্গ স্ক্রিপ্টসহ জমা দিতে হবে।
এর আগে যারা দুবার এই পুরস্কার পেয়েছেন, তারা এই পুরস্কারের জন্য আর বিবেচিত হবেন না।
অংশগ্রহণকারীদের যোগাযোগের ঠিকানা এবং টেলিফোন নম্বরসহ আবেদন জমা দিতে হবে। খামের উপরে ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৬’ কথাটি উল্লেখ করতে হবে।
পাঠক/দর্শক বা আগ্রহী যে কেউ উল্লিখিত তিনটি মাধ্যমে প্রকাশিত/প্রচারিত দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন মনোনীত করতে পারবেন, তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিবেদকের সম্মতিপত্র সংবলিত প্রতিবেদন প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় বিবেচিত প্রতিবেদন প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত দুর্নীতি উন্মোচনে সাফল্যের মাপকাঠিতে মূল্যায়িত হবে। এ ক্ষেত্রে প্রকাশিত তথ্যের বিষয়, গুরুত্ব, গভীরতা, পরিবেশনের ধরন ও মান এবং দুর্নীতি প্রতিরোধে সম্ভাব্য প্রভাব- এ বিষয়গুলো বিবেচিত হবে। টিআইবি ট্রাস্টি বোর্ড কর্তৃক মনোনীত বিচারকম-লী উক্ত প্রতিবেদনগুলো মূল্যায়ন করবেন এবং এ ব্যাপারে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রতিবেদন জামাদানের ঠিকানা- পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
মাইডাস সেন্টার, লেভেল- ৪ ও ৫, বাড়ি- ০৫ সড়ক- ২৭ (পুরাতন), ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা- ১২০৯।
(ঢাকাটাইমস/১৬মে/এমএবি/মোআ)