logo ২১ এপ্রিল ২০২৫
জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন ঢাকাটাইমস সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মে, ২০১৬ ২২:৩৫:১৬
image



ঢাকা: পায়ে অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছেন তিনি। তাই বেশির ভাগ সময় বাসাতেই বিশ্রামে থাকতে হচ্ছে জনপ্রিয় নিউজপোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক ‘এই সময়’-এর সম্পাদক আরিফুর রহমান দোলনকে। শনিবার দিনও এর ব্যতিক্রম ছিল না।






কিন্তু দিনটি যে এই সফল সাংবাদিক-সম্পাদকের জন্মদিন। কর্মীরা তাদের প্রিয় সম্পাদককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাসায় ছুটে যাচ্ছেন শুনেই বললেন, “অপেক্ষা করুন, আমিই আসছি শুভেচ্ছা নিতে!”






বিশাল ফুলের তোড়া আর কেক নিয়ে ইস্কাটন গার্ডেনের ঢাকাটাইমস অফিসে অধীর অপেক্ষা চলে কর্মীদের। ইতিমধ্যে একপশলা মিষ্টিমুখ হয়ে গেছে অফিসজুড়ে।






সন্ধ্যা গড়ানোর পর প্রিয় সম্পাদকের গাড়ি এসে থামে অফিসের আঙিনায়। ক্রাচে ভর দিয়ে ব্যথাতুর পা নিয়ে যখন নামলেন গাড়ি থেকে, তখন তার চারপাশে ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে দাঁড়ানো ঢাকাটাইমসের কর্মীরা।     






পরে সম্পাদকের রুমে কর্মীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন ঢাকাটাইমস ও এই সময়ের সম্পাদক। প্রিয় সম্পাদককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর কাটা হয় ‘হ্যাপি বার্থডে টু অনারেবল এডিটর আরিফুর রহমান দোলন’ লেখা  কেক।






৪৪তম জন্মদিনে সম্পাদক আরিফুর রহমানের দীর্ঘায়ু কামনা ও আগামী দিনের মসৃণ পথচলার প্রত্যাশা করে ঢাকাটাইমস পরিবার।






(ঢাকাটাইমস/১৪মে/মোআ)