ঢাকাটাইমস সম্পাদকের জন্মদিন আজ
শত বছর ফুলের ডালি সাজুক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মে, ২০১৬ ১৭:১৯:০৮

ঢাকা: এই শুভ বার্তা যখন লিখছি তখন রসের লাল মিষ্টিতে মুখ ভরপুর। এই মিষ্টি আমাদের প্রিয় সম্পাদক আরিফুর রহমান দোলনের জন্মদিনের।
জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস ও ‘সাপ্তাহিক এই সময়’-এর সম্পাদক আরিফুর রহমান দোলনের ৪৪তম জন্মদিন আজ শনিবার। শুভ জন্মদিন, প্রিয় সম্পাদক।
১৯৭৩ সালের এই দিনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে জন্মগ্রহণ করেন আরিফুর রহমান। তার বাবা মোহাম্মদ ওবায়দুর রহমান, মা শাহানারা রহমান।
খ্যাতিমান এই সাংবাদিক শিক্ষাজীবনের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করার আগে উচ্চমাধ্যমিক শিক্ষার পাঠ শেষ করেন ঢাকা কলেজ থেকে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকাকালেই সাংবাদিকতার শুরু আরিফুর রহমানের। দৈনিক বাংলাবাজার পত্রিকার কলকাতা প্রতিনিধি হিসেবে। লিখতেন প্রখ্যাত সম্পাদক শাহাদত চৌধুরীর ‘সাপ্তাহিক ২০০০’ পত্রিকায়। পরে দেশে ফিরে প্রতিবেদক হিসেবে যোগ দেন এই সাপ্তাহিকে।
২০০০ সালে যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক প্রথম আলো’তে। এখানে কাজ করেন বিশেষ প্রতিনিধি হিসেবে। দেশে জেএমবিসহ জঙ্গি ইস্যুতে তার অনুসন্ধানী রিপোর্ট আলোড়ন তোলে দেশে। টানা দশ বছর ‘প্রথম আলো’তে সুনামের সঙ্গে কাজ করার পর যোগ দেন ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’-এ। তিনি এই পত্রিকার প্রতিষ্ঠাকালীন উপসম্পাদক ছিলেন। এরপর তিনি নির্বাহী সম্পাদক পদে যোগ দেন দৈনিক আমাদের সময়ে।
কিছুদিনের জন্য কাজ করেন টেলিভিশনেও। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
পরবর্তী সময় চাকরির পর্ব চুকিয়ে উদ্যোক্তার ভূমিকায় নামেন সফল এই সাংবাদিক। এই ক্ষেত্রেও সফল তিনি। বর্তমানে তিনি ‘সাপ্তাহিক এই সময়’ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস২৪ ডটকম-এর সম্পাদক।
অনবদ্য রিপোর্টিংয়ের স্বীকৃতিস্বরূপ আরিফুর রহমান পেয়েছেন চারণসাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার; রাজনীতি, অপরাধ ও মুক্তিযুদ্ধবিষয়ক রিপোর্টিংয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শ্রেষ্ঠ রিপোর্টিং পুরস্কার, পরিবেশবিষয়ক অনুসন্ধানী পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা।
ব্যক্তিজীবনে ঢাকাটাইমস সম্পাদক দুই কন্যাসন্তানের জনক। আলিশা রহমান ও আলায়না রহমান যমজ। স্ত্রী মাফরুহা রহমান একজন চিকিৎসক।
ঢাকাটাইমস ও ‘সাপ্তাহিক এই সময়’-এর সব বিভাগের কর্মীদের পক্ষ থেকে প্রিয় সম্পাদক আরিফুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা। শত বছর ফুলের ডালি সাজবে এই গুণী মানুষের জন্য- কামনা করছি সবাই।
(ঢাকাটাইমস/১৪মে/বিইউ/জেবি)